কাতালুনিয়া নিয়ে উত্তপ্ত প্রতিবাদ মুখর পরিস্থিতিতে লা-লিগার আসন্ন এল ক্লাসিকো বার্সেলোনা থেকে সরিয়ে মাদ্রিদে আয়োজনের প্রস্তাব দিয়েছিল লা-লিগা কর্তৃপক্ষ৷ তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বার্সা৷
আগামী ২৬ অক্টোবর ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হওয়ার কথা স্প্যানিশ লিগের সব থেকে হাই-ভোল্টেজ ম্যাচ বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ৷ তবে বর্তমান পরিস্থিতিতে কাতালুনিয়ার স্বাধীনতা নিয়ে লাগাতার প্রতিবাদ চলছে বার্সেলোনার রাজপথ থেকে প্রশাসনিক কার্যালয় পর্যন্ত প্রায় সর্বত্রই৷ সাত জন বিচ্ছিন্নতাবাদী নেতার গ্রেফতারির পর আন্দোলন হিংসাত্মক রূপ নিয়েছে৷
ইতিমধ্যেই আগামী শনিবার বার্সেলোনায় সঙ্গে ডাকা নিয়ে এইবারের সঙ্গে মেসিদের ম্যাচ আয়োজন নিয়ে রীতিমতো সমস্যায় রয়েছে টুর্নামেন্ট কমিটি৷ তার উপর এল ক্লাসিকোর দিন কাতালুনিয়ার স্বাধীনতাকামীরা গন আন্দোলনের ডাক দিয়েছে৷ স্বাভাবিকভাবেই ওই দিন সুষ্ঠভাবে এল ক্লাসিকোর মতো বড় ম্যাচ আয়োজন নিয়ে সংশয়ে রয়েছে স্প্যানিশ ফুটবল সংস্থা৷
সব দিক বিবেচনা করে লা লিগা কর্তৃপক্ষের তরফে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, উভয় ক্লাবের কাছে অনুরোধ করা হয়ে প্রথম পর্বের এল ক্লাসিকো বার্সেলোনা থেকে সরিয়ে স্যান্টিয়াগো বার্নাব্যুতে আয়োজনের জন্য৷ টুর্নামেন্ট কমিটির এই অনুরোধ যথাযথ হলেও বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, উভয় ক্লাবই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে
৷আন্তর্জাতিক বিরতিতে ক্লাব ছেড়ে দেশের জার্সিতে মাঠে নামা দু’দলের তারকা ফুটবলাররা ইতিমধ্যেই পুনরায় ক্লাবে ফিরতে শুরু করছেন৷ তবে বার্সা ফুটবলারদের নিরুপদ্রবে ক্যাম্পে পৌঁছনো মুশকিল হয়ে দাঁড়িয়েছে৷ বিমানবন্দরে ইতিমধ্যেই সমস্যায় পড়তে হয়েছে বার্সা কোচ আর্নেস্টো ভালভারদেকে৷ এই অবস্থায় নিরাপদে লা-লিগা আয়োজন নিঃসন্দেহে চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশ ফুটবল সংস্থার কাছে৷
আজকের বাজার/আরিফ