সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের জেরে গত ১০ এপ্রিল মধ্যরাতে সাধারণ ছাত্রীদের ওপর হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই তদন্ত প্রতিবেদনে এশার বিরুদ্ধে যে অভিযোগ ছিলো তা প্রমাণিত না হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, সুফিয়া কামাল হলের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি বুধবার, ১৮ এপ্রিল আইনশৃঙ্খলা কমিটির কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। এতে রগ কাটার কোনও ঘটনা ঘটেনি বলে উল্লেখ করা হয়েছে। ফলে এশা সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হলেন। রগ কাটার অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
এর আগে গত ১৩ এপ্রিল ছাত্রলীগও এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে।
আরএম/