এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। শনিবার প্রতিষ্ঠানটির সামার সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আয়েশা মিলনায়তনে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড.আবুল হাসান মুহাম্মদ সাদেক।
বিশেষ অতিথি ছিলেন- আল আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন, এইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. জাফার সাদেক, ডি.ভি.সি ইঞ্জিনিয়ার এ এফ এম ফারুক।
রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, এডমিশন ডিরেক্টর মোঃ গিয়াস উদ্দিন। এতে বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাসেল/