বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হলেন পাপন
প্রকাশিত - নভেম্বর ১৭, ২০১৮ ৩:৫৩ পিএম
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে নির্বাচিত হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এর ফলে আগামী ২ বছরের জন্য চতুর্থ বাংলাদেশি হিসেবে এসিসি’র সভাপতিত্ব করবেন তিনি।
জানা গেছে, শনিবার লাহোরে এসিসি'র বার্ষিক সাধারণ সভা শেষে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী পাকিস্তান সভাপতি এহসান মানি।
এর আগে ১৯৮৯-৯১ মেয়াদে প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন আনিসুল ইসলাম মামুদ। ২০০২-০৪ পর্যন্ত দ্বিতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আলী আজগর লবি। আর ২০১০-১২ পর্যন্ত তৃতীয় মেয়াদে সভাপতি ছিলেন আ হ ম মোস্তফা কামাল।
আজকের বাজার/এমএইচ
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.