এশিয়ার জন্য তেলের দাম বাড়াচ্ছে সৌদি

শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব আগামী ডিসেম্বরে এশিয়ার ভোক্তাদের জন্য অপরিশোধিত তেলের দাম বাড়াবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তেলের দামের এ বৃদ্ধি হবে বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।

বুধবার (১ নভেম্বর) রয়টার্স পরিচালিত এক জরিপের উপর ভিত্তি করে এ খবর জানানো হয়। ধারণা করা হচ্ছে সৌদি আরব ডিসেম্বরে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম কমপক্ষে শতকরা ৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করবে। এ দাম বৃদ্ধি ২০১৪ সালের পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ। তখন এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল এক দশমিক ৬৫ ডলার।

সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি এরামকো ক্রেতাদের সুপারিশ ও বিগত মাসগুলোতে তেলের মূল্যের পরিবর্তনের উপর ভিত্তি করে অপরিশোধিত তেলের দাম নির্ধারণ করে।

তেলের এ দাম বৃদ্ধি বিষয়ে সৌদি এরামকো কোন মন্তব্য করতে রাজি হয়নি ।

আজকের বাজার:এলকে/এলকে ১ নভেম্বর ২০১৭