ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মাকে টপকে এশিয়ার শীর্ষ ধনী হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি এখন এশিয়ার শীর্ষ ধনী।
ব্লুমবার্গের বিলিয়নিয়ার্স ইনডেক্সে দেখা যায়, ভারতের বেসরকারি তেল শোধনাগার থেকে শুরু করে টেলিকমিউনিকেশন ব্যবসার নেতৃত্বে থাকা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশের ব্যক্তিগত সম্পদের পরিমাণ শুক্রবার পর্যন্ত ছিলো ৪ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার।
অপর দিকে বৃহস্পতিবার পর্যন্ত জ্যাক মার সম্পদের পরিমাণ ছিলো ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার।
আজকের বাজার/একেএ