এশিয়া ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ

৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সমাপ্ত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৬৩ পয়সা।

অন্যদিকে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন সকাল ১১টায় ঢাকা ক্লাব রমনায় অনুষ্ঠিত হবে।। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ মে ২০১৮।

রাসেল/