আগামী ১৫ সেপ্টেম্বর এশিয়া ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের ১৪তম আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। যেখানে অংশ নিবে এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে ও একটি বাছাই পর্ব থেকে উঠে আসা দল।
মালয়েশিয়ায় আজ থেকে শুরু হয়েছে বাছাই পর্ব। আগামী ৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার কিনারা ওভাল মাঠে ফাইনাল দিয়ে শেষ হবে এ বাছাই পর্ব। রাউন্ড রবিন লিগ নিয়মে হবে বাছাই পর্ব। যাতে অংশগ্রহণ করবে মালয়েশিয়া, হংকং, নেপাল, ওমান, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত। রাউন্ড রবিন লিগের মাধ্যমে ফাইনালে বিজয়ী দল যোগ দেবে এশিয়া কাপের মূল পর্বে।
২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপের আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। সবশেষ ২০১৬ সালের আসরটি হয়েছিল টি-টোয়েন্টি ফরমেটে।
সংযুক্ত আরব আমিরাত ও নেপালের ওয়ানডে স্ট্যাটাস থাকায় তাদের মুখোমুখি ম্যাচটি হবে ৫০ ওভারে। এছাড়া বাকি সবগুলো ম্যাচই হবে টি-টোয়েন্টিতে। প্রথম দিনই মাঠে নামছে মালয়েশিয়া-হংকং, নেপাল-ওমান ও ইউএই-সিঙ্গাপুর।
আজকের বাজার/এমএইচ