এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে নারীদের জয়

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে নারীদের প্রথম জয়। ৭ উইকেটের ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে নিজেদের প্রথম জয়ের মুখ দেখল বাংলাদেশ।

কুয়ালালামপুরের কিনরারা ওভালে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে নাহিদা আক্তার-ফাহিমা খাতুনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯৫ রান করতে সক্ষম হয় পাকিস্তান। ৪ ওভারে ২৩ রান খরচায় ২ উইকেট নেন নাহিদা, ১৮ রান খরচায় ১ উইকেট নেন ফাহিমা। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২১ রান করে অপরাজিত থাকেন সানা মির।

রান তাড়া করতে নেমে উইকেটরক্ষক ব্যাটসম্যান শামীমা সুলতানার ব্যাটে ভালো সূচনা পায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন শামীমা। তৃতীয় উইকেট জুটিতে নিগার সুলতানা এবং শামীমা যোগ করেন ৩৬ রান। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩৫ রান যোগ করে ম্যাচ শেষ করে ফেরেন নিগার সুলতানা এবং ফাহিমা খাতুন। নিগার ৩১ এবং ফাহিমা ২৩ রান করে অপরাজিত থাকেন।

আজকের বাজার/আরআইএস