নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন বাংলাদেশ দলের স্পিড স্টার তাসকিন আহমেদ। সেপ্টেম্বরে এশিয়া কাপে দলের ফেরার সংকল্প করেছেন তিনি।
মিরপুরের অ্যাকাডেমিতে নিয়মিত জিম,রানিং ও বোলিং অনুশীলন করছেন তাসকিন। পিঠের ইনজুরি থেকে সেরে উঠে এখন লম্বা রানাআপ নিয়ে বোলিং শুরু করেছেন তাসকিন আহমেদ।
বাস্তব সময়টা বড্ড নিষ্ঠুর তাসকিনের জন্য। আছেন জাতীয় দলের বাইরে। তার ওপর আবার গেল এক মাস হল পুরানো ইনজুরির ভূত। পিঠে তীব্র ব্যথা। ঐ ব্যথা আর যন্ত্রণার সাথে বাধ্য হয়ে সন্ধি করতে হয়েছে তাসকিনকে। কারণ ৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়ে বাজে সময়ের অনেক গল্প আছে তাসকিনের। আইসিসি থেকে বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়েছিলেন। আবারো ফিরেছেন ক্রিকেট ক্যানভাসে। এরপর ইনজুরির অভিশাপ এবং অফ ফর্ম। এ সব নিষ্ঠুরতা থেকে বাস্তবমুখী শিক্ষা হয়েছে এই ফাস্ট বোলারের।
তাসকিন বলেন, 'এখন ইনজুরি থেকে উঠতেছি। কিন্তু এর থেকেও কঠিন সময় জীবনে এসেছিলো। নিষিদ্ধ হয়েছি। ইনজুরি থেকে সুস্থ হয়ে আবার খেলতে নেমে আবার ইনজুরির শিকার হয়েছি। এমন হয় জীবনে। আল্লাহ রহমত থাকলে আবার ভাল কিছু হবে।'
মাশরাফী, মুস্তাফিজ ও তাসকিন। এই তিন পেসারের মধ্যে যেকোনো দুই জনের অনুপস্থিতি থাকলে বাংলাদেশের পেস আক্রমণ হয়ে পড়ে ধারহীন। কবে ম্যাচ ফিট হবে তাসকিন। সুখবর দিলেন লম্বা রানাআপ নিয়ে দৌড় শুরু করেছেন। শুধু তাই না। তাসকিন নিজেও জানান, গেল বেশকয়েকটি ম্যাচে তিনি অধিক রান ব্যয় করেছেন বল প্রতি। তাই লেন্থে মনোযোগ। তাসকিন বলেন, 'ভেরিয়েশন নিয়ে কাজ করবো। কিন্তু যেহেতু ইনজুরি থেকে উঠতেছি।তাই লেন্থ নিয়ে কাজ করছি। এছাড়া বোলিং এর আরো কিছু স্কিল ভাল করার প্ল্যান আছে।'
ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পুরোটাই মিস করবেন। এরপর টাইগারদের মিশন দুবাইয়ে এশিয়া কাপ। সে আসরেই দলে ফেরার সংকল্প এই স্পিড স্টারের। তাসকিন বলেন, 'সামনে যে খেলায় থাকুক না কেনো আমার জন্যে খুব গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডের সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ। এশিয়া কাপের আর কোন খেলা নাই। সেখানে নিজেকে প্রমাণ করার একটা জায়গা রয়েছে।'
সবকিছু ঠিক থাকলে ২৭ জুলাই বাংলাদেশ এ দলের হয়ে আয়ারল্যান্ড সফরে যাবেন তাসকিন আহমেদ।
আজকের বাজার/আরআইএস