মুশফিক-মিঠুনের শতরানের জুটিতে শুরুর বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। মাঠের সর্বশেষ খবর অনুযায়ী, দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৩ রান (২২ ওভার)। যেখানে মোহাম্মাদ মিঠুন ৫৫ বলে ৫৮ এবং মুশফিকুর রহিম ৬৭ বলে ৫০রান নিয়ে উইকেটে রয়েছেন।
এর আগে খেলার প্রথম ওভারেই লাসিথ মালিঙ্গার বোলিং তোপে ফিরে যায় ওপেনার লিটন কুমার দাস এবং টাইগারদের অন্যতম ভরসা সাকিব আল আসান।
বিপর্যয় এখানেই থেমে থাকেনি, পরের ওভারেই হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার তামিম ইকবাল। এরপর মাঠে আসেন মোহাম্মাদ মিঠুন।
শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের চতুর্দশ এশিয়া কাপের ম্যাচে টসে জিতে ব্যাটিং নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
প্রসঙ্গত, গত টানা তিনবার এশিয়া কাপ আয়োজন করা বাংলাদেশ ২০১২ সালে ৫০ ওভারের সংস্করণে এবং ২০১৬ সালের টি-২০ সংস্করণে ফাইনাল খেলেছিল। তবে প্রতিবারই শিরোপা অধরা থেকে যায়।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
আজকের বাজার/এমএইচ