পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বন্টন করছে ৯ জুলাই থেকে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বা নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বন্টন শুরু করছে আগামী ৯ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত। প্রতিষ্ঠানটি ডিভিডেন্ড বন্টন করবে তাদের প্রধান কার্যালয় থেকে। প্রধান কার্যালয়ের ঠিকানা: রুপায়ন ট্রেড সেন্টার, ১৪ তলা, ১১৪-১১৫ তাজি নজরুল ইসলাম এভিনিউ, বাংলা মোটর, ঢাকা-১০০০। ৯ জুলাই সকাল সাড়ে ১০ টা থেকে ৫ টা পর্যন্ত ডিভিডেন্ড সংগ্রহ করা যাবে।আর যেসব বিনিয়োগকারির লভ্যাংশ সংগ্রহ করতে পারবেন না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের বর্তমান ঠিকানায় পাঠানো হয়েছে।
আজকের বাজার/মিথিলা