পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া প্যাসেফিক জেনারেল ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিকীর (জানুয়ারি-জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮২ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস হয়েছিল ১ টাকা ৬ পয়সা। আর ৩০ জুন ২০১৭ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ১৮ টাকা ৫০ পয়সা।
আর শেষ ৩ মাসে (এপ্রিল-জুন, ১৭) কোম্পানির ইপিএস হয়েছে ৫২ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ৬৩ পয়সা।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১৬ জুলাই ২০১৭