সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর “তাকওয়াভিত্তিক অর্থনীতি ও ব্যাংকিং” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্প্রতি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. এ জে এম শফিউল আলম ভ‚ইয়া ও প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান। মূল বিষয়ের উপর আলোচনা করেন এসআইবিএল শরীয়াহ সুপারভাইজরী কমিটির সদস্য প্রফেসর ড. মুহাম্মাদ আবদুস সামাদ, মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদস্য সচিব ড. মোহাম্মদ মানজুরে ইলাহী এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শরীয়াহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ মুজাদ্দেদী। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, গণমাধ্যমের ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।