সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)- এর তৃতীয় প্রান্তিকের ব্যবসায় পর্যালোচনা সভা ১৫ অক্টোবর ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো: মাহবুব উল আলম এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক সহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত থেকে আঞ্চলিক প্রধানগণ, শাখা ব্যবস্থাপকগণ ও উপশাখার ইনচার্জগণ সভায় অংশগ্রহণ করেন। ব্যবসায়িক সম্মেলনে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্জিত লক্ষ্যমাত্রার বিশ্লেষণ এবং বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।