সোশ্যাল ইসলামী ব্যাংক এর উদ্যোগে ‘‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ্ পরিপালনে সচেতনতা” শীর্ষক এক কর্মশালা ১৮ মে ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম। সভায় প্রধান আলোচক ছিলেন ব্যাংকের শরীআহ্ সুপাভাইজরী কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ মুজাদ্দেদী এবং বিশেষ আলোচক ছিলেন ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামছুল হক ও মুহাম্মদ ফোরকানল্লাহ এবং প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তাসহ রাজশাহী অঞ্চলের শাখা ও উপ-শাখার কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।