সোশ্যাল ইসলামী ব্যাংক- এর ২০২২ সালের পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ৯ সেপ্টেম্বর ঢাকার অফিসার্স ক্লাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন ও প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ এবং মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক সহ অন্যান্য উর্ধ্বতন নির্বাহীগণ। অনুষ্ঠানে ২০২২ সালের পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান করা হয়। এসময় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার ৫০টি শাখার সর্বস্তরের প্রায় ২০০০ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দন জানান এবং উপস্থিত কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশ্যে বলেন, আপনারা সৌভাগ্যবান যে আপনারা একটি ইসলামী ব্যাংকে কাজ করেন। আর তাই সকলকে ব্যাংকের মাধ্যমে মানব কল্যাণে কাজ করার আহবান জানান। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দন জানান এবং আগামীতে আরও অধিক পদোন্নতি দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন । তিনি সকলকে আরও বেশি আন্তরিকতার সাথে গ্রাহকসেবা প্রদানের আহবান জানান।