সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ও যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান প্রিমাডলার অপারেশনস্ লিমিটেড- এর মধ্যে গত ২৫ আগস্ট, ২০২০ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী তউহীদ উল আলম এবং প্রিমাডলার বাংলাদেশের প্রধান মুনাওয়ার উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটি বিনিময় করেন। অনুষ্ঠানে ব্যাংকের ইভিপি ও আন্তর্জাতিক বিভাগের প্রধান জনাব আকমল হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রিমাডলারের সঙ্গে চুক্তির ফলে ব্যাংকের রপ্তানি খাতের গ্রাহকদের জন্য প্রথমবারের মতো ফিনটেক ভিত্তিক অর্থায়ন সেবা প্রদান করা সম্ভব হবে। নিরাপদ এবং সাশ্রয়ী এই প্রযুক্তি ভিত্তিক সমাধান রপ্তানিকারকদের লেনদেনের সময় কমিয়ে আনবে এবং রপ্তানিচুক্তির বিপরীতে গ্রাহকদের নগদ রপ্তানিমূল্য প্রাপ্তিতে সহায়তা করবে।