বিশ্বের অন্যান্য দেশের সাথে মিল রেখে ডিএসই মূল বোর্ডের পাশাপাশি এসএমই বোর্ড এবং অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড চালুর জন্য কাজ করছে। ডিএসই ইতোমধ্যে এসএমই বোর্ড চালুর জন্য কাজ শেষ করেছে। এর টেকনিক্যাল কাঠামো একদম শেষ পর্যায়ে। আমরা ইতিমধ্যে এসএমই কোম্পানি প্রসেস করছি। অন্যদিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এর রুল সম্পন্ন হয়েছে রেগুলেশনস অচিরেই সম্পন্ন হবে। এই দুটি বোর্ড চালু হলে পুঁজিবাজারের সভীরতা অনেক বৃদ্ধি পাবে। ডিএসই ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী (ডিসেম্বর ১৩ থেকে ডিসেম্বর ২০ তারিখ) ব্রোকারেজ হাউজের কর্মকর্তাদের নিয়ে “কমপ্লায়েন্স এন্ড ইন্টারএক্টিভ ইস্যুস ফর ট্রেকহোল্ডারস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে স্বাগত বক্তব্যে ডিএসই প্রধান পরিচালন কর্মকর্তা এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এসব কথা বলেন। উক্ত কর্মশালার প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন ডিএসই উপমহাব্যবস্থাপক মোঃ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া ও মোহাম্মদ ইমাম হোসেন, বিএসইসি’র পরিচালক মোঃ আবুল কালাম এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিএসই ট্রেনিং একাডেমির সিনিয়র ম্যানেজার মুহাম্মদ রনি ইসলাম।