গত ২১ই নভেম্বর ২০১৯ তারিখে রাজধানীর গুলশানে হোটেল লেইক ব্রীজে সোসাইটি ফর লীডারশীপ স্কীলস্ ডেভেলপম্যাণ্ট এসএলএসডি এবং পিপলস্ রেডিওর মাঝে একটি এমওইউ সাইনিং সিরিমনি বা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পিপলস্ রেডিওর ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আওয়াল এবং সোসাইটি ফর লীডারশীপ স্কীলস্ ডেভেলপম্যাণ্ট এসএলএসডি এর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এর ফলে এসএলএসডি সমাজে নেতৃত্ব বিকাশে বিভিন্ন ধরনের সৃজনশীল অনুষ্ঠানের আয়োজনে পিপলস্ রেডিওকে সহযোগিতা করবে। পিপলস্ রেডিও এসএলএসডি এর সব ধরনের অনুষ্ঠানে রেডিও পার্টনার হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে গেষ্ট অভ অনার হিসেবে এসএলএসডির উপদেষ্টা ও ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পনীর সিইও ও পরিচালক জনাব হাসান জাভেদ চৌধুরী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিগনিটি গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এবি মঈনুদ্দিন হোসেন এবং এসএলএসডির পরিচালক (সিএসআর) চৌধুরী শাহ্জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিপলস্ রেডিওর হেড অভ্ আরজে জনাব গুলাইবিন আল আসিফ, আরজে প্রত্যাশা ও রিমা। আরো উপস্থিত ছিলেন পিপলস্ রেডিওর ইনচার্জ নির্ঝর সাহা, উর্ধতন নির্বাহী রিয়াজ হোসাইন, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পনীর ভাইস প্রেসিডেণ্ট জনাব ইফতেখার আহমেদ ও হোটেল লেইক ব্রীজের মহাব্যবস্থাপক জনাব মাসুদ রানা।