মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে জিপিএ-৫ পেয়েছে এক লাখ পাঁচ হাজার ৫৯৪ জন। যা গত বছরের তুলনায় ৫ হাজার ৩৫ জন কম। গত বছর জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ১০ হাজার ৬২৯ জন।
সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি ফলফল প্রকাশ করেন।
এবার পাশের হার ৮২.২০। যা গত বছর ছিল ৭৭.৭৭ শতাংশ। এছাড়া এবার ১৬ লাখ ৯৪ হাজার ৬৫২ জন পরীক্ষায় অংশ নিয়েছে। পাশ করেছে ১৪ লাখ তিন হাজার ১৫৭ জন।
আজকের বাজার/এমএইচ