এসএসসি’র ফল খারাপ হওয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা

মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল খারাপ হওয়ায় বরিশাল নগরীর জগদ্বীশ স্বারস্বত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করে দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। রোববার বিকেলে এ ঘটনাটি ঘটে।

এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক সালমা কবির জানান, বেশ উৎসাহ নিয়ে পরীক্ষার ফলাফল জানতে শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও বিদ্যালয় প্রাঙ্গণে আসেন। বেলা দুইটার পর বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষের পাশে দেয়ালে ফলাফল টানিয়ে দেয়া হলে বেশ কিছু শিক্ষার্থী কান্নায় ভেঙ্গে পরে। যারমধ্যে অকৃতকার্য ও আশানুরুপ ফলাফল করতে না পারা শিক্ষার্থীর সংখ্যাই বেশি। ফলাফল বিপর্যয়ে শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও ক্ষুব্দ হয়ে প্রধানশিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে তাকে (প্রধানশিক্ষক) অবরুদ্ধ করে রাখেন।

তিনি আরও বলেন, পরীক্ষার আগ মুহুর্তে নিয়মিত ক্লাশ হয়নি বিদ্যালয়ে। পাশাপাশি প্রধানশিক্ষক কোচিং ক্লাশের নামে ১৫ শত টাকা করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করেছেন। যার বিনিময়ে কলেজ ছাত্রদের দিয়ে শিক্ষার্থীদের কোচিং করানো হয়েছে। তারা সৃজনশীলের বিষয়ে পরীক্ষার্থীদের কিছুই বোঝাতে পারেনি।

প্রধানশিক্ষক শাহ আলম তাকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করে বলেন, ফলাফল খারাপ হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্দ হয়েছেন। তারা কক্ষে তালা দিলেও তিনি ঘটনার সময় সেখানে ছিলেন না।

ফলাফল খারাপ হওয়ার বিষয়ে তিনি বলেন, মাত্র চার মাসের মতো হয়েছে আমি যোগদান করেছি। যোগদানের পরেই দেখতে পেয়েছি এবারে তেমন কোন শিক্ষার্থীই জিপিএ-৫ পাওয়ার মতো ছিলোনা। সে হিসেব করেই পরীক্ষার্থীদের পড়াশুনায় বাড়তি খেয়াল রাখতে হয়েছে। তারপরেও যে ফলাফল হয়েছে তা সন্তোষজনক।

অপরদিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ, এমদাদুল্লাহ সহ অন্যান্য শিক্ষকরা জানান, ১৫ শত টাকার বিনিময়ে যে কোচিং করানো হয়েছে, তা বাহিরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের এনে করানো হয়েছে। কারন প্রধানশিক্ষকের হিসেব অনুযায়ী আমরা অজ্ঞ। তাই এ বিষয়ে তারা কিছু বলতে পারছেন না।

উল্লেখ, গত বছর এ বিদ্যালয় থেকে দুই শত শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮ জনে জিপিএ-৫ পেয়েছে। পাশাপাশি অকৃতকার্য হয়েছে মাত্র ১৮ জন। সেখানে এবছর ১৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৪৬ জন শিক্ষার্থী অকৃতকার্জ হয়েছে আর জিপিএ-৫ পেয়েছে মাত্র চারজন।

আজকের বাজার/একেএ