এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগামী ১৪ নভেম্বর চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা এবং ২ ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। একই দিন (১৪ নভেম্বর) চলতি বছরের দাখিল পরীক্ষাও শুরু হবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই সময়সূচি প্রকাশ করেছে। এতে জানানো হয়,এসএসসি ও এইচএসসিতে ১ ঘণ্টা ৩০ মিনিট করে হবে পরীক্ষা। সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা এবং বিকাল ২ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত দুই ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করোনা পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্ত;শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ কমিটির আহবায়ক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত তেরটি নির্দেশনা দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, ১৪ নভেম্বর বিবেচনায় এনে মাধ্যমিক ও সমমান পরীক্ষার রুটিন অনুমোদন দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব খালেদা আখতার স্বাক্ষরিত রুটিন নিয়ে আজ বিকেলে শিক্ষা বোর্ড বৈঠক করবে। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান