চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবার ছাত্রদের চেয়ে ১৫ হাজার ৪২৩ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় বসেন ২০ লাখ ১৩ হাজার ৫১৭ শিক্ষার্থী। ছাত্রী পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ অপরদিকে ছাত্র পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ। ১ লাখ ৮২ হাজার ১২৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ৯৮ হাজার ৭৭৬ জন ছাত্রী ও ৮৩ হাজার ৩৫৩ জন ছাত্র।
গত বছর ২০২৩ সালে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। এর মধ্যে ৯৮ হাজার ৬১৪ জন ছাত্রী ও ৮৪ হাজার ৯৬৪ জন ছাত্র। এবার সকল শিক্ষাবোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৫৯ হাজার ৪৭ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১৫ হাজার ৪২৩ জন বেশি ছাত্রী জিপিএ পেয়েছে। এ ছাড়া নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ছাত্রের চেয়ে ৯৭ হাজার ৯৭২ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১৪ হাজার ৪৯১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। (বাসস)