মাধ্যমকি স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ৪. ৪৩ শতাংশ বেড়েছে।
শিক্ষামন্ত্রী ডা, দীপু মনি আজ সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলের সারসংক্ষেপ তুলে ধরেন।
ফলাফলে দেখা যায়, মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮২.২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর পাসের হার ছিল ৭৭.৭৭ শতাংশ। এবার বেড়েছে ৪.৪৩ শতাংশ।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ২৭ হাজার ৮১৫ শিক্ষার্থী অংশ নিয়েছে। এরমধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এ বছরের পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীদের অংশ গ্রহণ ও উত্তীর্ণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একই সাথে সকল শিক্ষা বোর্ডে ছাত্রের তুলনায় ছাত্রী ২.১৫ শতাংশ বেশি পাস করেছে।
এবার এসএসসিতে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ মার্চ শেষ হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি শেষ হয় এবং ব্যবহারিক পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৬ মার্চ।