এসএসসি পরীক্ষাকালীন ফেসবুক বন্ধের সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সারাদেশের কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে প্রত্যেক পরীক্ষার দিনে শুরুর আধা ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ফেসবুকসহ সব ধরনের সোশ্যাল মিডিয়া ও অ্যাপস বন্ধ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের নিজ দফতরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব সিদ্ধান্তের কথা জানান।

এজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নিতে বিটিআরসিকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষায় সাড়ে নয়টার মধ্যেই প্রত্যেক শিক্ষার্থীকে তার নিজ নিজ সিটে বসতে হবে। এর পরে কেউ প্রবেশ করলে কোনো অনুরোধ গ্রহণ করা হবে না। প্রতিদিন পরীক্ষার প্রশ্নপত্রের খাম সাড়ে নয়টার আগে কেন্দ্র সচিব খুলতে পারবেন না। এ সকল কার্যক্রম মনিটরিংয়ের জন্য প্রতিটি কেন্দ্রে একটি করে বিশেষ টিম থাকবে। আমি নিজেও এ রকম একটি টিমের সদস্য থাকব।’

তিনি বলেন, ‘কোনো কেন্দ্রে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা স্মার্টফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। আমি নিজেও কোনো কেন্দ্রে ফোন নিয়ে প্রবেশ করব না।’

নাহিদ বলেন, ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। আপনারা জানেন বিজি প্রেসের অবস্থা আগে কোন জায়গায় ছিল। আমরা সে জায়গা থেকে একটা জবাবদিহিতার জায়গায় বিজি প্রেসকে আনতে পেরেছি। অনেকে বলেন অনলাইনে পাঠিয়ে জেলায় জেলায় প্রশ্নপত্র ছাপা হোক। আমরা যার কাছে পাঠাব তিনি নিজেই যদি প্রশ্নপত্র ফাঁস করেন, তাহলে কী হবে? এই দিক বিবেচনায় নিয়ে আমরা সেটার পক্ষে সিদ্ধান্ত দিতে পারিনি।’

তিনি বলেন, ‘আপনারা জানেন এ পর্যন্ত ১৬ শিক্ষককে প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। এজন্য প্রশ্ন ফাঁস ঠেকাতে শিক্ষকদের আরো শক্তভাবে মনিটরিং করতে চাই।’

অনেক সময় ভুয়া প্রশ্ন বিক্রি হয়। তাই এ ধরনের খবরে কাউকে কান না দেয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

আজকের বাজার: সালি / ২৩ জানুয়ারি ২০১৮