এসএসসি পরীক্ষায় ভিকারুননিসায় অকৃতকার্য ২ জন

এ বছর মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৭৭ দশমিক ৭৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। আজ রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের এই সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ বছর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় ২ ছাত্রী অকৃতকার্য হয়েছে। দুপুরে স্কুলে নোটিশ বোর্ডে ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

এ বছর ভিকারুননিসায় পাসের হার ৯৯ দশমিক ৮৮ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দেয় ১৭৭ জন। এই বিভাগে দুইজন অকৃতকার্য হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর ১ হাজার ৬১২ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ৬১০ জন। প্রতিষ্ঠানটিতে সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৪১ জন। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় ১ হাজার ৪৮৩ জন। এ বিভাগ থেকে সবাই উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে মানবিক বিভাগ থেকে ১০ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে সাতজন জিপিএ-৫ পেয়েছে। ফল পেয়ে ছাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।

এস/