এসএসসি পরীক্ষা বাতিল চেয়ে রিট

ছবি : ইন্টারনেট

চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করেছেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী। সবগুলো বিষয়ের প্রশ্নফাসেঁর অভিযোগ উঠায় জনস্বার্থে  এ রিট করা হয়েছে বলে জানান আইনজীবীরা।

বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি এই রিটের উপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

তিনি বলেন, এই রিটে পরীক্ষা বাতিলসহ কয়েকটি নির্দেশনা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন মাধ্যমে পরীক্ষার প্রশ্নফাঁস হয়। এসব প্রশ্নে স্গে পরীক্ষার প্রশ্নে হুবহু মিল পাওয়া যায়।
এ পর্যন্ত প্রশ্নফাসেঁর সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে অআটক করা হয়েছে।

আজকের বাজার : আরএম/১৫ ফেব্রুয়ারি ২০১৮