নেপালের এসএ গেমসের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ ভলিবল দল। মূলত ভারতের কাছে নেপাল হেরে যাওয়াতে সেমির টিকিট নিশ্চিত হয়েছে লাল-সবুজ বাহিনীর।
‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শুক্রবার (২৯ নভেম্বর) নেপালকে ৩-০ সেটে হারায় ভারত। নেপাল বাংলাদেশের কাছেও হেরেছিলো। দুটিতে হেরে ছিটকে গেছে তারা।
অন্যদিকে দুই জয়ে গ্রুপসেরা হয়ে শেষ চারে উঠেছে ভারত। এক জয় ও এক হারে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ।
আগামীকাল রবিবার (১ ডিসেম্বর) সেমিতে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে লড়বে আলী পোর আরোজির দল। অন্য সেমিতে ভারতের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ দল।
উল্লেখ্য, নেপালের কাঠমাণ্ডু-পোখারায় আগামীকাল আনুষ্ঠানিকভাবে শুরু হবে এসএ গেমসের ত্রয়োদশতম আসর। ২৭টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিবে বাংলাদেশ। ভলিবল আগেই শুরু হয়েছে।
আজকের বাজার/আরিফ