দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) দ্বিতীয় দিনে দ্বিতীয় সোনা পেল বাংলাদেশ। এবারের আসরে প্রথম বাংলাদেশি নারী অ্যাথলেট হিসেবে সোনা জিতেছেন মারজানা আক্তার প্রিয়া। ব্যক্তিগত কুমি-৫৫ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন তিনি।
ফাইনালে পাকিস্তানের কৌসারা সানাকে ৪-৩ পয়েন্টের ব্যবধানে হারিয়ে বাংলাদেশকে তৃতীয় সোনা উপহার দেন তিনি। কারাতে ডিসিপ্লিনে এটা বাংলাদেশের দ্বিতীয় সোনা। এর আগে দ্বিতীয় দিনের শুরুতে কুমি অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে পাকিস্তানের প্রতিযোগীকে ৭-৩ পয়েন্টে উড়িয়ে দিয়ে সোনা জেতেন আল-আমিন।
প্রথম দিন তায়কোয়ানদো থেকে আসে বাংলাদেশের প্রথম সোনা। ছেলেদের একক পুমসের ঊর্ধ্ব-২৯ বছর বয়স শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনার হাসি হাসেন রাঙামাটির দিপু চাকমা।
আজকের বাজার/এমএইচ