এসএ গেমসে বাংলাদেশের জন্য প্রথম পদক জয় করলেন হুমায়রা আক্তার অন্তরা। আজ নেপালের কারাতে একাডেমিতে মহিলা বিভাগে কারাতের কাতা ইভেন্টে তৃতীয় স্থান নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছেন তিনি। পাঁচ প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জ পদকটি জয় করেছেন তিনি।
এই ইভেন্টে স্বর্ণ পদক জয় করেছে পাকিস্তান। রৌপ্য পদক জিতেছে স্বাগতিক নেপাল।
এদিকে পুরুষদের একক কাতা ইভেন্টে বাংলাদেশের হয়ে আরেকটি ব্রোঞ্জ পদক জয় করেছেন হাসান খান। মেয়েদের দলীয় কাতা ইভেন্ট থেকেও ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ।বাসস।
আজকের বাজার/লুৎফর রহমান