এসএ গেমস থেকে ছিটকে গেলেন রুমানা

ডিসেম্বরে নেপালে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান গেমসকে (এসএ) সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু সেই দলে নেই টাইগ্রেস অলরাউন্ডার রুমানা আহমেদ। হাঁটুর পুরোনো চোট আবার মাথাচাড়া দিয়ে ওঠায় তাকে রেখেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি।আগামি ১-১০ ডিসেম্বর নেপালের পোখড়ায় বসবে দক্ষিণ এশিয়ার অ্যথলেটদের শ্রেষ্ঠত্বের এই আসর।

দলে আছেন; সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, জাহানারা আলম, আয়েশা রহমান শুকতারা, ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন,শামিমা সুলতানা, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, মোসাম্মত রিতু মনি, পুজা চক্রবর্তী ও রাবেয়া।

স্ট্যান্ড বাই: মিমতা হেনা হাসনাত, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম, পান্না ঘোষ ও শায়লা শারমিন।

গেমসে গ্রুপ ‘বি’ তে থাকা টাইগ্রেসদের প্রতিপক্ষ পাকিস্তান ও মালদ্বীপ। আর ‘এ’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।

২ ডিসেম্বর রংশালা স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে গেমসের প্রথম ম্যাচটি খেলবে সালমা খাতুন ও তার দল। একই ভেন্যুতে ৫ ডিসেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের।

আজকের বাজার/আরিফ