পেশাদার হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজম্যান্টে অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশ (আইসিএমএবি) টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ের ওপর আগামি ২৩ সেপ্টেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দিনব্যাপি সম্মেলনের উদ্বোধন করবেন।
বুধবার (১৯ সেপ্টেম্বর) ঢাকায় আইসিএমএবির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম এফসিএমএ এসব তথ্য জানান।
তিনি বলেন,সম্মেলনে বিশেষজ্ঞদের আলোচনায় উঠে আসা শিক্ষা ও সুপারিশগুলোকে দেশের উন্নয়নে কাজে লাগানোর চেষ্টা করা হবে। এ লক্ষ্যে সুপারিশগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনে পাঠানো হবে।
সম্মেলনের ৬টি টেকনিক্যাল সেশনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসহ ৪০ জন বিশেষজ্ঞ ১৮টি প্রবন্ধ উপস্থাপন ও আলোচনায় অংশগ্রহণ করবেন। তথ্যসূত্র-বাসস।
আজকের বাজার/এমএইচ