টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে জাতীয় ঐক্য প্রয়োজন বলে মনে করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
সোমবার (৭ মে) সিলেট মহানগরীর একটি হোটেলে আয়োজিত ‘বৈশ্বিক উন্নয়ন এজেন্ডার আলোকে অভিবাসন চ্যালেঞ্জ : প্রসঙ্গ বাংলাদেশ শীর্ষক এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।খবর: বাসস।
অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘এমডিজি’র ক্ষেত্রে আমাদের অনেক অর্জন আছে। এখন সামনে আরো বড় চ্যালেঞ্জ এসডিজি। কিন্তু, উন্নয়নের পথে যাতে এগুতে না পারি সেজন্য ষড়যন্ত্র আসবে। সেটা মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।’
এমএ মান্নান বলেন, এসডিজি বাস্তবায়নে সবচেয়ে বেশি প্রয়োজন অর্থ। তার জন্য কৃষি, শিল্প ও রেমিটেন্সের ব্যাপারে আরো গুরুত্ব দিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন,‘ শেখ হাসিনা উন্নয়ন ও অগ্রযাত্রার যোগ্য কান্ডারি হিসেবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সামাজিক স্থিতিশীলতা আনায়ন এবং দেশের স্বার্থে সকলকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। যদি আমরা পুনরায় প্রান্তিক রোমান্টিক আবেগ জনিত বিষয় নিয়ে দৌঁড়াই, তাহলে মূল কাজটা ব্যাহত হবে।’
নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য ও ব্র্যাকের ভাইস চেয়ারপার্সন ড. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এ সংলাপে সভাপতিত্ব ও মডারেটরের দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সংলাপে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য ও সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান সংলাপের মূল প্রতিবেদন উপস্থাপন করেন।
আরজেড/