এসবিএসি ব্যাংকের ডিএমডি হলেন মোহাম্মদ সেলিম ও মামুনুর রশিদ

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সেলিম চৌধুরী ও মো. মামুনুর রশিদ মোল্লা।

বুধবার (২৩ মে) প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে তারা দুজনই ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

আগ্রাবাদ শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করা মোহাম্মদ সেলিম চৌধুরী এসবিএসি ব্যাংকে যোগদানের আগে প্রিমিয়ার ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট হিসেবে খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ছিলেন।

আর মো. মামুনুর রশিদ মোল্লা এসবিএসি ব্যাংকে যোগদানের আগে ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

রাসেল/