মঙ্গলবার দক্ষিণ কেরাণীগঞ্জে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের হাসনাবাদ শাখায় এটিএম বুথ উদ্বোধন করেছেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ। এ সময়ে উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, শাখা ব্যবস্থাপক মামুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।