এসিএই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন সংবর্ধিত

বাংলাদেশের কৃষিকে আধুনিক ও যান্ত্রিকীকরণ করার ক্ষেত্রে অনবদ্য অবদান রাখার স্বীকৃত স্বরূপ এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৭ এপ্রিল আ. কা. মু. গিয়াসউদ্দিন মিলকী অডিটোরিয়ামে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ কৃষি প্রকৌশলী এ্যাসোসিয়েশন (বি এস এ ই) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দেশের বরেণ্য কৃষি প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব অবদানের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কৃষি প্রকৌশলীদেরও সংবর্ধনা দেওয়া হয়।

বেসরকারি খাতে কৃষিকে আধুনিক ও যান্ত্রিকীকরণ করার ক্ষেত্রে অবদান রাখায় সংবর্ধনা দেওয়া হয় এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসকে।

অনুষ্ঠানে দেশের কৃষি উৎপাদনের বর্তমান অবস্থা, বিভিন্ন সমস্যার চ্যালেঞ্জ এবং তা কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে বিশদ আলোচনা করা হয় । বাংলাদেশ কৃষি প্রকৌশলী অ্যাসোসিয়েশন (বি এস এ ই) দেশের সব পেশাজীবী কৃষি প্রকৌশলীদের নিয়ে কৃষিকে আধুনিকায়ন করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। যার অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এস/