এসে গেলো বিশ্বের ক্ষুদ্রতম কম্পিউটার, দাম মাত্র ১০ টাকা!

আয়তনে এক দানা ডালের থেকেও ছোট। আকার মাত্র এক বর্গ মিলিমিটার। তবে কাজে অফিস টেবিলে সাজানো অ্যাডভান্সড ডেক্সটপ অথবা কোলে স্থান পাওয়া ল্যাপটপের সঙ্গে টেক্কা দেবে বলে দাবি প্রস্তুতকারক সংস্থার।

বিশ্বের ক্ষুদ্রতম কম্পিউটার বানিয়ে চমক দিল IBM। হাতের আঙুলের ডগায় সেঁধিয়ে যাওয়া কম্পিউটারটির খরচ অবিশ্বাস্য কম। মাত্র ৭ টাকা।

প্রস্তুতকারী সংস্থার দাবি, ১৯৯০ সালের এক্স86 চিপের সমান কাজ করতে পারবে লবণের দানার মতো আয়তনের এই কম্পিউটার। এতে রয়েছে প্রায় ৪ মেগাবাইটের RAM, ১০ লক্ষ ট্রানজিস্টর।

ডেটা অ্যানালিসিস সহ একাধিক কাজ করতে সক্ষম এই কম্পিউটার। তবে কবে থেকে এই কম্পিউটার কিনতে পারা যাবে, তা নিয়ে কিছু জানায়নি IBM।

এস/