লা লিগায় এস্পানিওলের মাঠে স্বাগতিকদের সঙ্গে ১-০ গোলে হেরে গেলো রিয়াল মাদ্রিদ।
টানা ৪ ম্যাচ জয় এবং আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ থাকায় এস্পানিওলের বিপক্ষে রোনালদো কে ছাড়াই মাঠে নামে রিয়াল মাদ্রিদ । এদিকে ইনজুরির কারণে মাঠে ছিলেন না মদ্রিচ, ক্রুস ও মার্সেলোরাও। হয়তো এই এলোমেলো একাদশের কারণেই রিয়ালের এই পরাজয়।
সেই প্রথম থেকে পুরোটা সময় ছন্দহীন ফুটবল খেলে রিয়াল মাদ্রিদ। আর এই সুযোগটি কাজে লাগায় স্বাগতিকরা। অতিরিক্ত সময়ে স্বাগতিকদের হয়ে গোল করেন জেরার্ড মোরেনো।
অবশেষে ২০০৭ সালের পর রিয়ালের বিপক্ষে এটাই এস্পানিওলের প্রথম জয়।
আজকের বাজার: আরজেড/ ২৮ ফেব্রুয়ারি ২০১৮