পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এস্কোয়্যার নিট কম্পোজিট লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হচ্ছে আজ ৭ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠানটির আইপিও আবেদন চলে ৬ জানুয়ারী থেকে ২০ জানুয়ারী পর্যন্ত। আবেদন জমা পড়ে ৯ দশমিক ৩৭ গুণ।
প্রতিষ্ঠানটি ১ কোটি ৪ লাখ ৬২ হাজার ৫০১ টি সাধারণ শেয়ার ৪০ টাকা মূল্যে (প্রান্ত সীমা মূল্য থেকে ১০ শতাংশ বাট্টায়) সাধারণ বিনিয়োগকারীদের নিকট বিক্রি করবে। এছাড়া বুক বিল্ডিং পদ্ধতিতে ৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩টি শেয়ারের মধ্যে ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩২টি শেয়ার ৪৫ টাকা মূল্যে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে।
এর আগে, ২০১৮ সালের ২৩ জানুয়ারি মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় কোম্পানিটিকে শেয়ার দর নির্ধারণের জন্য বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়। আর ৯ জুলাই সোমবার থেকে এই নিলাম শুরু হয়ে চলে ১২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। নিলামে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয় ৪৫ টাকা।
জানা যায়, এস্কোয়্যার নিট কম্পোজিট লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। শেয়ারবাজার থেকে উত্তোলিত এ অর্থ ব্যবসা সম্প্রসারণ ও আইপিও খরচ বাবদ ব্যয় করা হবে। ভবন নির্মাণে ব্যয় করা হবে ১০০ কোটি ৪২ লাখ টাকা। নারায়ণগঞ্জের কাঁচপুর এবং ময়মনসিংহের ভালুকায় এ ভবন নির্মিত হবে। কাঁচপুর প্রকল্পের জন্য ডাইং মেশিনারিজ কিনতে খরচ হবে ২১ কোটি ২৩ লাখ ১৯ হাজার টাকা। একই সঙ্গে কাঁচপুরে কেনা হবে ওয়াশিং মেশিনারিজ। যার জন্য ব্যয় হবে ২১ কোটি ৯০ লাখ ৭৬ হাজার টাকা। আর আইপিও বাবদ খরচ করা হবে ৬ কোটি ৪৩ লাখ ৮৮ হাজার টাকা।
৩০ জুন,২০১৮ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা ৪৪ পয়সা (বেসিক)। আলোচ্য বছরে কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন পরবর্তী শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৪৯ টাকা ২৭ পয়সা। আর পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি ২৯ টাকা ৪০ পয়সা।
প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, এস্কোয়্যার নিট কম্পোজিট প্রতিষ্ঠিত হয় ২০০০ সালে। নিটিং, প্রিন্টিং, এমব্রয়ডারি, লন্ড্রি ও গার্মেন্টস ইউনিট রয়েছে প্রতিষ্ঠানটির।