এস্‌কোয়্যার নিট কম্পোজিটের আইপিও লটারির ফল প্রকাশ

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এস্‌কোয়্যার নিট কম্পোজিট লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও লটারির ড্র আজ ৭ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠানটির আইপিও আবেদন চলে ৬ জানুয়ারী থেকে ২০ জানুয়ারী পর্যন্ত। আবেদন জমা পড়ে ৯ দশমিক ৩৭ গুণ।

প্রতিষ্ঠানটি ১ কোটি ৪ লাখ ৬২ হাজার ৫০১ টি সাধারণ শেয়ার ৪০ টাকা মূল্যে (প্রান্ত সীমা মূল্য থেকে ১০ শতাংশ বাট্টায়) সাধারণ বিনিয়োগকারীদের নিকট বিক্রি করবে। এছাড়া বুক বিল্ডিং পদ্ধতিতে ৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩টি শেয়ারের মধ্যে ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩২টি শেয়ার ৪৫ টাকা মূল্যে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে।

 

ফলাফল ডাউনলোড করুনঃ 

Title Download

Stock Exchange TREC No. / M.Bank SL No.

Download

Residents Bangladeshi

Download

Affected small investors(ASI)

Download

Non-Residents Bangladeshi

Download

All Eligible Investors (Pro-rata Allotment)