রাজধানীর মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মেডিকেল কর্মী সাইফুল ইসলাম রানা নিহত হওয়ার ঘটনায় এস পি গোল্ডেন লাইন বাসের মালিক জুনায়েদ হোসেন লস্করকে আটক করা হয়েছে।
রোববার (০৫ আগস্ট) সাতক্ষীরার লস্করপাড়া থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাকে আটক করে।
এর আগে শুক্রবার (৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরা পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী সাইফুলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত ঢামেক এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ দুর্ঘটনার দিনই বাসচালককে আটক করা হয়।
আজকের বাজার/এমএইচ