এ্যাথলেটিকোর স্টেডিয়াম আংশিক বন্ধের নির্দেশ দিয়েছে উয়েফা

সমর্থকদের ‘‘বৈষম্যমূলক আচরণের’’ জন্য ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে এ্যাথলেটিকো মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়াম আংশিক বন্ধের নির্দেশ দিয়েছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

গত মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে কেভিন ডি ব্রুইনার ৭০ মিনিটের গোলে প্রথম লেগে ১-০ গোলে জয়ী হয়েছিল সিটিজেনরা। ঐ ম্যাচের শেষে সমর্থকদের উত্তেজিত আচরনের কারনে অভিযুক্ত করা হয় স্প্যানিশ দলটিকে। ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার আপিল কমিটি জানিয়েছে উয়েফার পরবর্তী ম্যাচে স্বাগতিক হিসেবে এ্যাথলেটিকোকে পুরো স্টেডিয়ামে দর্শক প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এক বিবৃবিতে উয়েফা জানিয়েছে অন্তত পাঁচ হাজার আসন তাদের খালি রেখে সিটির বিপক্ষে ম্যাচটি আয়োজন করতে হবে। একইসাথে তাদেরকে উয়েফা লোগো সম্বলিত একটি ব্যানার ম্যাচটিতে ডিসপ্লে করতে হবে যেখানে লেখা থাকবে “বর্ণবাদকে না’। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান