এ্যাপেলো ১১ মিশনের নভোচারি মাইকেল কলিন্স মারা গেছেন

মার্কিন নভোচারী মাইকেল কলিন্স ক্যান্সারের সঙ্গে লড়াই করে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মারা গেছেন।
তিনি ছিলেন এ্যাপোলো ১১ চন্দ্রাভিযানের কমান্ড মডিউলের ক্রু। ১৯৬৯ সালের ২০ জুলাই এই মডিউল থেকে কলিন্সের সঙ্গী অপর দুই নভোচারী নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন প্রথম মানব হিসেবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন। কলিন্সের পরিবার টুইটারে এক ঘোষণার তার মৃত্যুর খবর জানায়।
মাইকেল কলিন্স ১৯৩০ সালের ৩১ অক্টোবর ইতালির রোমে জন্মগ্রহন করেন। তিনি যুদ্ধবিমানের পাইলট ছিলেন এবং বিমান বাহিনীতে মেজর জেনারেলের পদমর্যাদায় অবসর গ্রহন করেন।
এ্যাপেলো ১১ মিশনের নভোচারী হিসেবে তিনি বিশ্বখ্যাতি লাভ করেন, এই মিশনে কলিন্সের সঙ্গী অপর দুই নভোচারী নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন প্রথম চাঁদে পা রাখেন।
এ্যাপোলো ১১ মিশনের পরে কলিন্স আর মহাশূন্য মিশনে ফিরেননি, পরে তিনি এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে কূটনীতিকের দায়িত্ব পালন করেন। পরে তিনি ওয়াশিংটন ন্যাশনাল এয়ার এন্ড স্পেস মিউজিয়ামের প্রথম পরিচালকের দায়িত্ব পালন করেন।