গ্রাহকদের জন্য ৬৪ টাকায় ৪ জিবি ডাটার অফার আনল বন্ধুদের ১ নম্বর নেটওয়ার্ক এয়ারটেল। চলমান করোনা মহামারীতে বন্ধুরা যেন ঘরে বসেই সবসময় যোগাযোগ করতে পারেন এজন্য এ অফারটি এনেছে অপারেটরটি।
গ্রাহকরা ৬৪ টাকা রিচার্জ করে এই আকর্ষণীয় ডেটা অফারটি উপভোগ করতে পারবেন পারবেন । অফারের মেয়াদ ৪ দিন; এর আওতায় ৩ জিবি নিয়মিত ডাটা এবং ১ জিবি ফোরজি ডাটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এয়ারটেলের সকল প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য।