বন্ধুদের #১ নেটওয়ার্ক এয়ারটেলে এখন মাত্র ৯৭ টাকা রিচার্জে পাওয়া যাচ্ছে ১৬০ মিনিট প্যাক, যা বাজারের সেরা মিনিট প্যাক। যে সব বন্ধু মোবাইলে দীর্ঘ সময় কথা বলতে চায় তাদের জন্য সেরা এ মিনিট প্যাক অফারটির মেয়াদ ৭ দিন।
এ ছাড়া ১৯৯ টাকা রিচার্জে ৩০ দিন মেয়াদে ৩২৫ মিনিটের আরও একটি আকর্ষণীয় অফার পাচ্ছেন এয়ারটেলের বন্ধুরা। দুটো অফার এক্টিভেট করতে মোবাইলে সরাসরি ৯৭ টাকা ও ১৯৯ টাকা রিচার্জ করতে হবে অথবা ডায়াল করতে হবে যথাক্রমে *১২১*৯৭# ও *১২১*০১৯৯#। এয়ারটেলের সব প্রি-পেইড গ্রাহক অফার দুটি উপভোগ করতে পারবেন।