কোভিড-১৯ (করোনা ভাইরাস) মহামারির কারণে চার মাস স্থগিত থাকার পর আগামীকাল রোববার এয়ার বাবল ব্যবস্থার আওতায় বাংলাদেশ-ভারত বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।
আজ বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএবি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। সিএএবি জানায়, ‘৫ সেপ্টেম্বর থেকে এয়ার বাবল ব্যবস্থা আওতায় বাংলাদেশ-ভারত বিমান চলাচল পুনরায় শুরু হবে।’
এতে আরো বলা হয়, দুই দেশের মধ্যে পূর্ব-নির্ধারিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট পুনরায় চালু না হওয়া পর্যন্ত এই এয়ার বাবল ব্যবস্থা কার্যকর থাকবে। জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং প্রাইভেট ইউএস-বাংলা এয়ারলাইন্স ইতোমধ্যেই আগামীকাল ভারতের তাদের ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে।
বিমান ঢাকা-কোলকাতা-ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট এবং ঢাকা-নয়াদিল্লী দিল্লী-ঢাকা রুটে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনা করবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
অন্যদিকে, ভারতের তিনটি বিমান কোম্পানি- এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট ও ইন্ডিগো ঢাকা এবং নয়াদিল্লী, কোলকাতা ও চেন্নাইয়ের মধ্যে ফ্লাইট পরিচালনা করবে। পর্যটন ভিসা ছাড়া, সবাই বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ করতে পারবে।
ফ্লাইটের ৭২ ঘন্টার আগে বাংলাদেশী ভ্রমণকারীদের অবশ্যই পিসিআর পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ থাকতে হবে এবং ভারতে পৌঁছে তাদের নিজ খরচে মনিকুলার টেস্ট করতে হবে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান