পুঁজিবাজারে তালিকভুক্ত প্রতিষ্ঠান ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড “এ” ক্যাটাগরিতে উঠে এসেছে। সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়ে “এন” ক্যাটাগরি থেকে “এ” ক্যাটাগরিতে উঠে এসেছে প্রতিষ্ঠানটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
আগামী ৩০ জানুয়ারী বুধবার থেকে প্রতিষ্ঠানটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদনে করবে । সমাপ্ত হিসাব বছরে ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরির্বতনের ৩০ দিনের মধ্যে প্রতিষ্ঠানটিকে কোনো ঋণ সুবধিা নিতে পারবে না।
আজকের বাজার / মিথিলা