এ বছরই ৪-জি চালু হচ্ছে

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, পরনির্ভরশীলতা আমরা নিজেরা নিরুৎসাহিত করছি এবং আত্মনির্ভরশীল হচ্ছি অর্থনৈতিকভাবে। এবছরই দেশে ৪-জি চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। এর সাথে যুক্ত হতে উচ্চ মানসম্পন্ন হ্যান্ডসেট তৈরি করছেন ওয়ালটন।

৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় দেশের প্রথম স্মার্টফোন কারখানা উদ্বোধন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রীকে স্বাগত জানান ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম শামসুল আলম, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম।

এছাড়াও অন্যদের মধ্যে ছিলেন- বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, সিরাজুল ইসলাম, আলমগীর আলম সরকার, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এস এম রেজওয়ান আলম ও উদয় হাকিম, অ্যাডিশনাল ডিরেক্টর ফিরোজ আলম ও জাহিদ আলম।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও যাবে বাংলাদেশে তৈরি মোবাইল হ্যান্ডসেট। দেশেই তৈরি উচ্চমানের মোবাইল হ্যান্ডসেট সাশ্রয়ী মূল্যে এবং কিস্তিতে দেশের গ্রামাঞ্চলের প্রতিটি মানুষের হাতে হাতে পৌঁছে দেয়ার আশ্বাস দেয়ায় ওয়ালটনকে ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী ফিতা কেটে দেশের প্রথম স্মার্টফোন কারখানা উদ্বোধন করেন। প্রতিমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে দেশেই ‘মেড ইন বাংলাদেশ’ লেবেলযুক্ত হ্যান্ডসেট তৈরির দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটল।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে ওই কারখানায় বার্ষিক ২৫ থেকে ৩০ লাখ ইউনিট হ্যান্ডসেট উৎপাদন হবে। এজন্য প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখানে রয়েছে হ্যান্ডসেটের ডিজাইন ডেভেলপ, গবেষণা ও উন্নয়ন বিভাগ, মাননিয়ন্ত্রণ বিভাগ ও টেস্টিং ল্যাব। স্থাপন করা হয়েছে বিশ্বের লেটেস্ট জাপান ও জার্মান প্রযুক্তির মেশিনারিজ। কর্মসংস্থান হয়েছে প্রায় এক হাজার লোকের।

প্রাথমিক পর্যায়ে ছয়টি মডেলের স্মার্টফোন অ্যাসেম্বলিংয়ের মাধ্যমে যাত্রা শুরু হচ্ছে। আগামী বছর থেকে পূর্ণাঙ্গ হ্যান্ডসেট উৎপাদন প্রক্রিয়া শুরু হবে। হ্যান্ডসেটের বডি, চার্জার, ইয়ার ফোন, ব্যাটারি, ইউএসবি ক্যাবলসহ অন্যান্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশও এ কারখানায় তৈরি করা হবে।

আজকের বাজার:এলকে/এলকে ৫ অক্টোবর ২০১৭