মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বছরের শেষ নাগাদ ভ্যাকসিন দিয়ে মহামারি করোনাভাইরাস ‘নির্মূল’ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে লড়াইয়ের জন্য তিনি রিপাবলিকান দলের মনোনয়ন পত্র গ্রহণের পর বৃহস্পতিবার এমন প্রতিশ্রুতি দেন। খবর এএফপি’র।
ট্রাম্প বলেন, ‘আমেরিকার বৈজ্ঞানিক প্রতিভাকে কাজে লাগিয়ে রেকর্ড সময়ের মধ্যে ভ্যাকসিন তৈরি করে আমরা শান্তিরক্ষা করতে চলেছি।’
তিনি বলেন, ‘আমরা এই বছরের শেষ নাগাদ একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন হাতে পাব এবং সকলে মিলে এই ভাইরাস নির্মূল করবো।’